Saturday, June 28, 2014

হিন্দু ধর্মকে সনাতন ধর্মও বলা হয় l

হিন্দু ধর্মকে সনাতন ধর্মও বলা হয় l এ ধর্মের মধ্যে লৌকিক ও বৈদিক হিন্দুধর্ম, বৈষ্ণবধর্মের এবং ভক্তিবাদী ধারার মতো একাধিক জটিল মতবাদগুলির সমন্বয়ের এক প্রচেষ্টা লক্ষ করা যায়।হিন্দু ধর্ম একাধিক ধর্ম নিয়ে গঠিত হয়েছে ।প্রায় সব ধর্মের মতই এ ধর্মে বিশ্বাসীরা সৃষ্টিকর্তা নামে এক কাল্পনিক স্বত্বাকে বিশ্বাস করে ।হিন্দু ধর্মে আছে একাধিক দেবতা এবং দেবী । প্রত্যেক দেব-দেবী আবার একে অন্যের থেকে আলাদা । তারা একেকজন একেক দায়িত্ব পালন করে থাকে ।
প্রত্যেক ধর্মের মতই হিন্দু ধর্মের আছে নিজস্ব কিছু প্রার্থনা পদ্ধতি । বিচিত্র পদ্ধতিতে তারা তাদের ভগবানের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে থাকে।
হিন্দু ধর্মের অনুসারীরাও অলৌকিক অথবা কাল্পনিক সৃষ্টিকর্তা বিশ্বাস করে সারা জীবন কাটিয়ে দেয় ।যদিও সৃষ্টিকর্তার কোন অস্তিত্ব তারা টের পায় না তবুও অন্ধের মত বিশ্বাস করে তার অস্তিত্ব ।

No comments:

Post a Comment